টাঙ্গাইলে ১০ টাকায় রমজানের বাজার
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
রমজান মাসের শুরুতে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য টাঙ্গাইল জেলা পরিষদের বস্তিতে বসানো হয়েছে ১০ টাকার বাজার। গতকাল সকালে শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে এ বাজারের আয়োজন করা হয়। এতে ৬০ টাকার বিনিময়ে ৪০০ টাকার পণ্য কিনেছেন ক্রেতারা। ১ কেজি করে চাল ও মুড়ি, আধা কেজি করে ডাল, পেঁয়াজ, ছোলা ও সয়াবিন তেল কিনে ক্রেতাদের সাশ্রয় হয়েছে প্রায় সাড়ে ৩০০ টাকা। শুভেচ্ছা মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। শুভেচ্ছা মূল্যে পণ্য কিনে খুশি অসহায় ও দুস্থ মানুষ। এ কাজকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুধীজনরা। ১০ টাকার বাজার ছাড়াও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী দেয়ার আহ্বান স্বেচ্ছাসেবী সংগঠকের। ১০ টাকার রমজান বাজারে মাত্র ১০ টাকায় মিলেছে মুড়ি, চাল, ডাল, ছোলা, পিঁয়াজ ও তেল। বস্তির প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষ এ বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছেন। জেলা সদর বস্তির স্বপ্নপূরী স্কুল প্রাঙ্গণে সকাল থেকে ভিড় জমে খেটে খাওয়া মানুষদের।