সিরাজগঞ্জে নাবিক নাজমুলের জিম্মির সংবাদে হাসপাতালে ভর্তি বাবা-মেয়ে

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

ভারত মহাসাগরে জলদস্যুর হাতে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আব্দুল্লাহসহ ২৩ নাবিককে জিম্মি রেখেছে সোমালিয়া জলদস্যুরা। এ জাহাজের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাই চরনুরনগর গ্রামের নাজমুল হক (২৩)। একমাত্র ছেলের এমন জিম্মির কথা জেনে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা আবু সামা (৫৯) ও মেয়ে লিপি খাতুন (৩৩) অজ্ঞান হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অসহায় পরিবারের নাবিক নাজমুলের মা নার্গিসসহ অনেকের শোকে মাতম চলছে। ওই পরিবার থেকে সরকারের প্রতি দাবি করা হয়েছে ছেলে নাজমুলকে সুস্থ অবস্থায় ফিরে পেতে। ওই পরিবারের লোকজনসহ স্থানীয়রা বলছেন, গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে নামজুল এমভি আবদুল্লাহ জাহাজে চাকরি নেয় এবং এর আগে অন্য একটি জাহাজেও কাজ করেছে নাজমুল। গত মঙ্গলবার ভোর রাতে আফ্রিকা থেকে সাগর পথে দুবাই যাওয়ার পথে দুপুরে ২৩ জন নাবিক-ক্রুর সাথে জিম্মি হয় জলদস্যুদের হাতে ওই তেলবাহি জাহাজের নাবিক নাজমুল। এ জিম্মি ঘটনার সময় সবার মোবাইল ফোন জব্দ করা হলেও নাজমুল বিশেষ কৌশলে তার মোবাইল লুকিয়ে রাখে এবং ওইদিন গভীর রাতে এ ফোন দিয়ে পরিবারের সাথে শেষ কথা হয়।