ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোল চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পিকআপে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। তারা হলো- দিনাজপুরের চিরির বন্দর উপজেলার বৈইকুণ্ঠপুর গ্রামের মৃত দইয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর গ্রামের আঃ রহিমের ছেলে নাইম হোসেন (২৮) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চরদোয়াইল গ্রামের মৃত-মোসলেম মোল্লার ছেলে স্বপন মোল্লা (২৮)। র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোররাতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় দিনাজপুর থেকে নারায়নগঞ্জগামী চালভর্তি একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৭ হাজার ৬৫০ টাকা তিনটি মোবাইল ফোন ও পিকআপটি জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ কারবারের সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত