সিরাজগঞ্জে ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোল চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পিকআপে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২’র সদস্যরা। তারা হলো- দিনাজপুরের চিরির বন্দর উপজেলার বৈইকুণ্ঠপুর গ্রামের মৃত দইয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৮), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর গ্রামের আঃ রহিমের ছেলে নাইম হোসেন (২৮) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চরদোয়াইল গ্রামের মৃত-মোসলেম মোল্লার ছেলে স্বপন মোল্লা (২৮)। র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোররাতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় দিনাজপুর থেকে নারায়নগঞ্জগামী চালভর্তি একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৭ হাজার ৬৫০ টাকা তিনটি মোবাইল ফোন ও পিকআপটি জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ কারবারের সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।