বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং কক্সবাজার অঞ্চলে স্থানীয় জনগণের জন্য এ বছর ৮৫ কোটি ডলারের সহায়তা চেয়েছে জাতিসংঘ ও এর সহযোগী প্রতিষ্ঠান। গত বুধবার জেনেভাতে রোহিঙ্গাদের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যান ঘোষণা করা হয় এবং সেখানে ওই অর্থের যোগানের আহ্বান জানানো হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের পক্ষ থেকে জয়েন্ট রেসপন্স প্ল্যান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত ৭ বছর ধরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ। ২০১৭ সালে মিয়ানমার বাহিনীর হামলার শিকার ওই রোহিঙ্গারা প্রাণের ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে।
জাতিসংঘ শরণার্থী সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রোহিঙ্গা ও স্থানীয় জনগণ মিলে মোট ১৩.৫ লাখ লোককে সহায়তা দেওয়ার জন্য ৮৫ কোটি ডলার সহায়তা চাওয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া, জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি ও জাতিসংঘের আন্তর্জাতিক অভিভাষণ সংস্থার মহাপরিচালক এমি পোপ।