ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অর্থায়নে প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ৭ লাখ ২৫ হাজার টাকা ১৫০ জন ছাত্রছাত্রীদের মাঝে এবং ১৯ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। গত মঙ্গলবার বিকালের দিকে উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরী ওই গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও বাই সাইকেল হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে, এজন্য বিশেষ বরাদ্দের মাধ্যমে নতুন বই, শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ সহয়তা করছেন। বর্তমান সরকার দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেজন্য শিক্ষা বৃত্তি চালু করেছেন। আদিবাসী সন্তানরা যেন সহজে স্কুল-কলেজে যেতে পারে সেজন্য বাই সাইকেল প্রদান করেছেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আনোয়ার সাদাত, ওই ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিপন চন্দ্র সিং, ভাইস চেয়ারম্যান এস এম নাছিম রেজা নুর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি, সাবেক ইউপি চেয়ারম্যান সৌপ্তিক আহমেদ মিঠু প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত