সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে গরুর মাংসের দাম বেশি রাখার অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সুমা খাতুন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দুপুরের দিকে ওই বাজারে গরুর মাংসের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্নজনের কাছে বিভিন্ন দামে মাংস বিক্রি করা হচ্ছিল।
এছাড়া দোকানে মূল্যতালিকা ছিল না। এ অভিযোগে ওই উপজেলার টেংরাইল গ্রামের মাংস ব্যবসায়ী ঠান্ডুকে ৩ হাজার, বাড়াকান্দি গ্রামের আতাউরকে ২ হাজার ও কর্ণসূতি গ্রামের সুরুতজামানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদের সতর্ক করে দেয়া হয়।