ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফুড প্যাকেজ বিতরণ

সিরাজগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফুড প্যাকেজ বিতরণ

সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া ঈদগাঁহ মাঠে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার ‘সোশ্যাল এইড’ ব্যবস্থাপনায় ৭৫০ প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের মাঝে এক মাসের রামাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকালের দিকে জার্মানভিত্তিক দাতা সংস্থার ‘মুসলিম হেলফেন’ এ ফুড প্যাকেজ প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন স্থানীয় এমপি ড. জান্নাত আরা হেনরী। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বিশ্বের বিভিন্ন সংস্থা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীদের সহযোগিতা করে আসছেন। এ দাতা সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে রামাদানের এক মাসের বাজার ২৫ কেজি চাল, ৩০ পিচ ডিম, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলাসহ পাঁচ প্রকারের একটি ফুড প্যাকেজ বিতরণ করা হয়। সোশ্যাল এইড বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা কো-অর্ডিনেটর এসএম আব্দুস ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা, সোশ্যাল এইড-এর ডাইরেক্টর ফাইন্যান্স অ্যান্ড এডমিন মোহাম্মাদ আলী সোহেল, পিডাব্লিউডির নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান দুদু, সংরক্ষিত নারী কাউন্সিলর স্বপ্না হাবিব, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকিরুল ইসলাম লিমন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি, সাবেক ইউপি চেয়ারম্যান সৌপ্তিক আহমেদ মিঠু, মঞ্জুর শাহিন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত