সিন্ডিকেটের বিরুদ্ধে হাঁকডাক দেয়া হলেও সুফল মিলছে না

অভিযোগ আবদুস সালামের

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকার নিজেই সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, সরকার বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে হাঁকডাক দিলেও কোনো সুফল মিলছে না। এর কারণ সরকার নিজেই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক। ফলে গত ১৫ বছরে কখনই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি। গতকাল দুপুরে নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ে সদ্য কারামুক্ত বংশাল থানা বিএনপির নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন। সালাম বলেন, সরকার আন্তর্জাতিক বাজারের দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী তখনো সরকার বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি। কারণ এই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক হচ্ছে সরকার। বাজারে দাম নিয়ন্ত্রণের মূল প্রশ্নই হচ্ছে চাহিদা অনুযায়ী জোগান নিশ্চিত রাখা এবং এই সরবরাহ চেইন স্থিতিশীল রাখা। জোগান কিংবা সরবরাহ চেইনে যাতে সিন্ডিকেটের আধিপত্য তৈরি না হয়, সেক্ষেত্রে সরকারের যে বহুবিধ ভূমিকা প্রয়োজন, সেসব পদক্ষেপ সরকার গ্রহণ করেনি। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, সরকার বাজারে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয়, কিন্তু তার কোনো কার্যকারিতা বাজারে নেই।