গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিংবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোপালগঞ্জের পিবিআই কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় গোপালগঞ্জ, পিরোজপুর ও বাগেরহাটের ২০ জন পিবিআই পুলিশ কর্মকর্তা অংশ নেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই গোপালগঞ্জের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না এবং কর্মশালার আলোচক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস। কর্মশালায় পিবিআইয়ের বিভিন্ন সাফল্য নিয়ে সাংবাদিকদের নিকট প্রেরণের জন্য প্রেস রিলিজ প্রস্তুত এবং স্থিরচিত্র ও ভিডিও চিত্র ধারণসহ টেলিভিশনের উপযোগী করে তা এডিটিং ও প্রেরণ পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।