ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশন

কুমিল্লায় ৪৬৯ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

কুমিল্লায় ৪৬৯ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

কুমিল্লায় শিক্ষাবৃত্তি পেয়েছে ৪৬৯ শিক্ষার্থী। জেলার সদর দক্ষিণ উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়, দাখিল-ফাজিল মাদ্রাসার ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছে ‘আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠান। গতকাল সকালে উপজেলার সুয়াগঞ্জ টিআই উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষাবৃত্তি প্রদান করেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান, এন্ট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিপন। অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। উল্লেখ্য, আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এবারও সদর দক্ষিণ উপজেলার মেধাবৃত্তি প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত