ঢাবিতে নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মো. মুনিরুল ইসলাম এবং সামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। পিতা-মাতার নামে এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা ১০ লাখ টাকার একটি চেক গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন। উপাচার্য লাউঞ্জে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং ট্রাস্ট ফান্ডের দাতা ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানার সহোদররা উপস্থিত ছিলেন। ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের দুইজন অনাথ ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। উল্লেখ্য, প্রয়াত মো. মুনিরুল ইসলাম বিএডিসির মহাব্যবস্থাপক ছিলেন। মিসেস সামসুন্নাহার বেগম ২০১৩ সালে আজাদ প্রোডাক্টস কর্তৃক সম্মানসূচক ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড লাভ করেন।