ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঢাবি ও যুক্তরাজ্যের পোর্টসমাউথ ভার্সিটির মধ্যে সমঝোতা স্বাক্ষর

ঢাবি ও যুক্তরাজ্যের পোর্টসমাউথ ভার্সিটির মধ্যে সমঝোতা স্বাক্ষর

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ হাইয়ার এডুকেশন কর্পোরেশনের মধ্যে গতকাল সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ভার্চুয়ালি এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ক্রিস চ্যাং নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। জানা যায়, এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়ে একযোগে কাজ করবে। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং তথ্য-উপাত্ত আদান-প্রদান করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত