ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুমকিতে তরমুজ চাষে লাভের সম্ভাবনা

দুমকিতে তরমুজ চাষে লাভের সম্ভাবনা

পটুয়াখালীর দুমকিতে তরমুজের ফলন ও ভালো দাম পাওয়ায় আনন্দ বিরাজ করছে কৃষকদের মধ্যে। এরইমধ্যে খেতের তরমুজ পরিপক্ব ও ভালো সাইজের হওয়ায় বিক্রি শুরু হয়েছে। বছরের পুরো মৌসুমের শুরুতে বেশি দামে বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। তাই উৎপাদন খরচ বাদ দিয়ে বেশ লাভবান হবেন বলে জানান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তরমুজ চাষে লক্ষ্যমাত্রা ছিল ৩১৫ হেক্টর। তবে তার চেয়ে অনেক বেশি চাষ হয়েছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের চরাঞ্চলে আগের তুলনায় এবছর তরমুজের চাষ বেশি হয়েছে। তবে বেশিরভাগ কৃষকরা গলাচিপা, কলাপাড়া, রাঙাবালি, আমখোলা ও বরগুনা থেকে এসে জমি লিজ নিয়ে তরমুজের চাষ করেছেন। দুমকী উপজেলার চরাঞ্চলে তরমুজ চাষের উপযোগী জমি, পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা ভালো ও সেচ ব্যবস্থার কারণে দূর-দূরান্ত থেকে এখানে এসে তরমুজ চাষ করেছেন বলে জানান এ সকল কৃষক। আগাম জাতের তরমুজ এরইমধ্যে বিক্রি শুরু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত