ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের চরাঞ্চলে ঘন ঘন লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

সিরাজগঞ্জের চরাঞ্চলে ঘন ঘন লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ লোডশেডিংয়ের কারণে ছোটোখাটো কলকারখানাসহ বিভিন্ন কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে সাহরি, ইফতার ও তারাবির নামাজের সময়ে বিদ্যুৎ লোডশেডিংয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসের প্রথম রোজা থেকে ওই চরাঞ্চলের বিভিন্ন স্থানে ঘন ঘন লোডশেডিং দেখা দেয়। অভিযোগ রয়েছে, ওই উপজেলার সদর, খাষকাউলিয়া, বাঘুটিয়া ও খাষপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামঞ্চলে লোডশেডিং হচ্ছে। ইফতার ও তারাবি নামাজ পর্যন্ত অনেক স্থানে বিদ্যুত থাকে না। আবার কয়েকটি স্থানে বিদ্যুৎ আসে যায়। এমন বিদ্যুৎ বিভ্রান্তিতে রাতের বেলা একটু স্বস্তিতে ঘুমাতে পারছেন না গ্রাহকরা এবং শিক্ষার্থীরা রাতে লেখাপড়াও করতে পারছে না। এছাড়া এ অঞ্চলে গড়ে ওঠা ক্ষুদ্র ও মাঝারি কলকারখানা, ব্যবসা-প্রতিষ্ঠান, চিকিৎসা, ব্যাংকিং সেবা, শিক্ষা ও গৃহস্থালীর কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার প্রায় অধিকাংশ গ্রাম ও হাটবাজারে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর পরই জনশূন্য হয়ে পড়ছে। ঘন ঘন লোডশেডিংয়ে ফ্রিজ, মোটর, কম্পিউটার, বাল্বসহ যান্ত্রিক ও ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন টাঙ্গাইলের নাগরপুর জোনাল অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলছেন, গ্যাস সংকটে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। এজন্য চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রমজানে এমন পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখিত। এদিকে চৌহালী উপজেলা প্রশাসন ওই পল্লি বিদ্যুৎ সমিতিকে বিশেষ করে সেহরি, ইফতার ও তারাবি নামাজের সময় বিদ্যুৎ সচল রাখার জন্য অনুরোধ জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত