ফরিদপুরের মধুখালীতে শালিকার সঙ্গে পরকীয়ার জের ধরে শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়ে নিজাম উদ্দিন শেখ নামে এক জামাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সকালে মধুখালী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত নিজাম উদ্দিন উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের মৃত মানিক শেখের পুত্র। নিহত নিজাম উদ্দিন এলাকায় নিজাম ডাকাত নামে পরিচিত। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নিজামের সাথে তার শালিকা জলি বেগমের পরকিয়ার সম্পর্ক চলছিল। গত ১৯ মার্চ নিজাম তার শালিকা জলি বেগমকে নিয়ে নিজামের অসুস্থ শ্বশুরকে দেখার উদ্দেশ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে যায়। নিজামের শ্বশুরকে দেখা শেষে জলিকে তার পিতার বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে নিজাম নিজ বাড়ি হাটঘাটা নিয়ে এসে অবস্থান করতে থাকে। বিষয়টি নিজামের শ্বশুরবাড়ির লোকজন টের পেয়ে গত বৃহস্পতিবার জলি বেগমের ভাই আসারুল শেখ, ইলিয়াস শেখ, চাচা বাবন শেখ, হারুন শেখ, মামা চান মিয়া, ফুফু ততি বেগম, চাচাতো ভাই খাইরুল শেখ, নিজামের বাড়িতে এসে নিজামের উপর ক্ষিপ্ত হয়ে তার শয়ন কক্ষের দরজা আটকে নিজামকে বেধরক মারপিট শুরু করে। মারপিটের ফলে নিজামের ডান হাত ও দুই পায়ে গুরুতর জখম এবং মাথার মাঝামাঝি গুরুতর জখম হয়। তারা নিজামের চোখে চুন দেয়। আহত অবস্থায় নিজামকে তার বড় ভাই নাজিম উদ্দিন এবং ছোট ভাই আজিমুদ্দিন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে জরুরি ডিউটিতে নিয়োজিত ডাক্তার তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেলের রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে নেয়ার পথে গত বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ী এলাকায় পৌঁছালে নিজাম মারা যায়। নিজামের লাশ পরবর্তীতে মধুখালীর নিজ বাড়িতে নিয়ে আসা হয়। নিহত নিজাম উদ্দিনের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তার শ্বশুরবাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামে। সকালে হত্যার সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ আসে পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে লাশের সুরতহাল করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, সকালে তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এখন পর্যন্ত কেউ অভিযোগ দেইনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।