ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

জেলায় প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফ্রিজিং ওষুধগুলো বাইরে পাওয়ায় একটি ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুরে এ অভিযানের তথ্য জানানো হয়।

এর আগে মদনপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় মেসার্স সুমাইয়া ড্রাগ হাউসকে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

তিনি জানান, অভিযান পরিচালনার সময় মেসার্স সুমাইয়া ড্রাগ হাউসে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া ফ্রিজিং ওষুধগুলো নন ফ্রিজিং অবস্থায় পাওয়া যাওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত