ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষাপ্রতিষ্ঠান যৌন হয়রানি প্রতিরোধ

আওয়ামী লীগের সচেতনতা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত

আওয়ামী লীগের সচেতনতা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটি। এর অংশ হিসেবে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অনলাইন-আফলাইনে বহুমুখী কর্মসূচি পালন করা হবে। গত শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এতিম ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটি। সভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় বেগম শামসুন নাহারকে শুভেচ্ছা জানান কমিটির সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির কো-চেয়ারম্যান এবং শিক্ষা-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য সচিব বেগম শামসুন নাহার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত