ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মির্জা ফখরুল

দেশের জনগণ কারো প্রভুত্ব স্বীকার করে না

দেশের জনগণ কারো প্রভুত্ব স্বীকার করে না

‘বাংলাদেশের জনগণ কারো প্রভুত্ব স্বীকার করবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই সমাবেশের আয়োজন করে। ছোট পরিসরে নয়া পল্টন কার্যালয়ের ফুটপাতের একপাশে সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তরুণ সমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষকে সঙ্গে নিয়ে নামতে হবে। মানুষকে সঙ্গে নিয়ে না নামলে আপনারা জয়ী হতে পারবেন না। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে এই মুক্তিযোদ্ধা সমাবেশ হয়।

গত বছরের ২৮ অক্টোবর গ্রেফতারের সাড়ে তিন মাস পর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। এরপর গত শনিবার দেশে ফিরে এটি তার দ্বিতীয় রাজনৈতিক কর্মসূচিতে যোগদান। গত রোববার তিনি কূটনীতিকদের সম্মানে অনুষ্ঠিত বিএনপির ইফতারে যোগ দেন।

মির্জা ফখরুল বলেন, ‘ব্যাংকগুলো লোপাট করে দিয়ে এখন ব্যাংক একীভূত হচ্ছে। ওটা আবার আরেকটা দুর্নীতির ব্যবস্থা তৈরি করছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে ছাত্রদলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত