সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দত্তবাড়ী থেকে খাদ্যবান্ধব ন্যায্যমূল্যে কর্মসূচির ৪২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ চাল কালোবাজারে বিক্রির সময় উদ্ধার করে স্থানীয়রা। তাড়াশ খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের ওই উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলারদের মাধ্যমে ন্যায্যমূল্যের চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গত সোমবার সন্ধ্যার দিকে ওই উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দত্তবাড়ীর ডিলার বাবু লাল রজক এক ব্যবসায়ীর কাছে উল্লেখিত চাল বিক্রি করেন। এ চাল ভ্যানযোগে অন্যত্র সরিয়ে নেয়ার সময় স্থানীয়রা টের পেয়ে চালের বস্তাগুলো উদ্ধার করে। এ সংবাদে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং ওই চালের বস্তাগুলো জব্দ করে এবং সংশ্লিষ্ট থানায় রেখে দেয়া হয়েছে। এ ব্যাপারে গতকাল বিকালে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।