ইফতার মাহফিলে নেতারা

মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর বিজয় সরণিস্থ বিজয় সরণি টাওয়ারে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে ইফতার মাহফিল অনুষ্ঠানে একথা জানান তারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহিম বলেন, ১৯৭১ সালের এই দিনে শোষণ, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সার্বজনীন মুক্তির অঙ্গীকার নিয়ে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় জাতির সূর্যসন্তানদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এই দিনটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই মহান দিবসের সর্বস্তরের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে স্বাধীনতার লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলার মাটিতে বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রামের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দেশবাসীকে এই মহান দিবসে আন্তরিকতার সঙ্গে রাজনৈতিক ঘোষণা ও প্রতিশ্রুতি পুনঃর্ব্যক্ত করছি যে, দেশের গণতন্ত্র, ন্যায় বিচার, নাগরিকের মৌলিক অধিকার ও জাতীয় স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আপোষহীন থাকবে। সেই সঙ্গে উক্ত লড়াইয়ে দলমত-সংগঠন সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। এসময় তিনি দুর্নীতি ও অপরাজনীতি থেকে উত্তরণে সিঙ্গাপুরের মডেল অনুসরণ করার দাবি জানান। এ সময় আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন, জেনারেল আমসাআ আমিন, অ্যাডভোকেট নূরতাজ আরা ঔশী, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. ফারুক হাসান প্রমুখ।