কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
মহান স্বাধীনতা দিবসে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকাল ৪টায় জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় হুইপ বলেন, বঙ্গবন্ধু একটি চেতনার নাম। জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে নিতে এই কর্ণার ভূমিকা রাখবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমার কাছে ‘বঙ্গবন্ধু’ একটি চেতনার নাম, একটি দেশপ্রেমের নাম, জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের নাম।
তিনি ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তর করায় প্রত্যাশা ব্যক্ত করেন। সবাইকে বলতে হবে ‘আমি মাথা উচিয়ে দাঁড়িয়ে থাকব বিশ্ব মানচিত্রে।’
এতে আরো উপস্থিত ছিলেন ডিপিএইচই, কক্সবাজারের সব কর্মকর্তা-কর্মচারী এবং ডিপিএইচই, কক্সবাজারের সাথে সংশ্লিষ্ট সব পরামর্শক ও ঠিকাদাররা।