ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আকবার হায়দার আর নেই

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আকবার হায়দার আর নেই

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা, লেখক ও পাউবোর সাবেক প্রধান প্রকৌশলী ম.আ আকবার হায়দার রোকন (৭৬) আর নেই। তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মৃত্যু বরণ করেন। তিনি সাবেক মহাপরিচালক (নদী গবেষনা ইনিস্টিউট), আন্তর্জাতিক পানি বিষেষজ্ঞ, ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতির আজীবন সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন দুপুরে মরহুমের প্রথম জানাজা রাজধানীর মিরপুর গোলোরট্যাক ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা গ্রামের বাড়ি হায়দারপুর নিজ বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার নির্বাহী অফিসার শাহিন সুলতানা ও (ওসি) রেজাউল করিমের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে স্থানীয় কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়। কামারখন্দের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শাহাদত হোসেন ফিরোজী, গাজী আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা বলেন, প্রকৌশলী আকবার হায়দার ছিলেন কামারখন্দ বীর মুক্তিযোদ্ধা মহলের সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধার পাত্র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত