ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মোটর সাইকেল না পেয়ে গৃহবধূ পাখিকে হত্যার অভিযোগ

মোটর সাইকেল না পেয়ে গৃহবধূ পাখিকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাঝদক্ষিণা গ্রামে যৌতুকের মোটরসাইকেল দিতে না পারায় গৃহবধূ সাদিয়া ওরফে পাখিকে (২৭) হত্যার অভিযোগ উঠেছে স্বামী হোসাইনের বিরুদ্ধে। ওই গৃহবধূ একই এলাকার মালসিন গ্রামের রইছ উদ্দিনের মেয়ে। তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মাঝদক্ষিণা গ্রামের আরশাফ আলীর ছেলে হোসাইনের সাথে পাখির বিয়ে হয়। এ বিয়ের পর থেকে যৌতুকের মটোর সাইকেল নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো। এরই জের ধরে বুধবার রাতে ওই গৃহবধূ নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে গৃহবধূর পরিবার দাবি করছে পাখিকে হত্যার পর ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং বৃহস্পতিবার সকালে তার মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত