ভেজাল শিশুখাদ্য ও নকল তার তৈরি : ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ ঢাকার তিন এলাকায় ভেজাল শিশুখাদ্য ও নকল তার তৈরির দায়ে ৯ প্রতিষ্ঠানকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে গতকাল ভোর ৫টা পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জ, শ্যামপুর ও সূত্রাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএসটিআই-এর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত তিন এলাকায় অভিযান চালায়। এ সময় ভেজাল শিশুখাদ্য ও নকল বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে মোট ৩৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযানে দুই লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়।