পলাশে গৃহিণীকে জবাই করে হত্যার ঘটনায় আটক এক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার মাইন উদ্দিন মিয়ার ছেলে মঞ্জুরুল ইসলাম রিজু। গত সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ মার্চ পলাশের চরনগরদীতে দেলোয়ারা বেগমকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়, এ ঘটনার পরপরই রহস্য উদ্ঘাটনে নামে জেলা গোয়েন্দা পুলিশ। পরে ৩১ মার্চ নরসিংদী জেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় হৃয়দকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি হত্যাকাণ্ডের ঘটনাটি স্বীকার করেন। এ সময় তিনি আরো জানান, দোলোয়ারা বেগমের দুই ছেলে প্রবাসী এবং তিনি বাড়িতে একা থাকেন তাই তার কাছে অনেক টাকা পয়সা থাকবে- এমন ধারণা থেকেই মঞ্জুরুল ইসলাম রিজু তাকে হত্যা করে। কিন্তু ঘরে টাকা পয়সা না পেয়ে এ সময় দোলোয়ারার শরীরে থাকা স্বর্ণের কানের দুল, নাকফুল ও মোবাইল ফোন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।