সিরাজগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার উদ্বোধন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম চালু হলো অপারেশন থিয়েটার। এ অপারেশন থিয়েটার চালু হওয়ায় এলাকাবাসীর চিকিৎসাসেবায় স্বস্তি ফিরে এসেছে। গত সোমবার বিকালে ওই অপারেশন থিয়েটার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. একেএম মোফাখখারুল ইসলাম। একই এলাকার তামাই গ্রামের রেহানার (২৬) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ অপারেশন থিয়েটার চালু করা হয়। এ অপারেশনে সফল অস্ত্রপাচারের মাধ্যমে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা. ফারহানা হায়দার চৌধুরী, সহকারী সার্জন গাইনি পিংকি রানী সাহা, আবাসিক মেডিকেল অফিসার সুদ্বীপ সরকার ও শারমিন আক্তার মিতু উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম অপারেশন থিয়েটার চালু হয়েছে। এত দিন ওটির যন্ত্রপাতি না থাকার কারণে এটি চালু করা যায়নি। এ অপারেশন থিয়েটার চালু হওয়ায় উপজেলার রোগীরা এখন স্বল্পমূল্যে চিকিৎসাসেবা পাবেন বলে তিনি উল্লেখ করেন।