ঢাকা থেকে রংপুর প্রতি ঈদের সময় হাজার টাকা ছাড়া যাত্রী তোলে না শাহ মোকাম পরিবহনের সংশ্লিষ্টরা। কিন্তু এবার ডেকেও যাত্রী পাচ্ছে না পরিবহনটি। প্রতি ঈদের ছুটিতে রংপুরের যাত্রীদের হাজার টাকায় টিকিট কেটে গ্রামে যেতো হতো। এবার ১ হাজার টাকার টিকিট ৪০০ টাকায় বিক্রি করছেন বাসের কাউন্টারম্যানরা। গতকাল শুক্রবার সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে যাত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। গাবতলী মেসার্স রায়হান এন্টারপ্রাইজের তেলের পাম্পের পাশে থাকা বাস কাউন্টারগুলোতে ভিড় নেই। হাঁকডাক করছেন কাউন্টারের কর্মীরা। তার পাশেই প্রধান সড়কে দাঁড়িয়ে আছে শাহ মোকাম নামের একটি পরিবহন। বাসটির সামনে যেতেই বাস থেকে নেমে এলেন হেলপার রফিক। যাত্রী ভেবে এবার নিজেই বলতে শুরু করলেন, ভাই যাবেন নাকি। রংপুরের ভাড়া মাত্র ৪০০। আসেন এখনো অনেক সিট ফাঁকা আছে। যেখানে বসতে চান, বসতে পারেন। পরে তার সঙ্গে কথা বলে জানা গেছে, বাসটি ছাড়ার কথা ছিল সাড়ে ১০টায়। কিন্তু তারা ১২টা পর্যন্ত কোনো যাত্রী পাননি।