রংপুর বিভাগের ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর বিভাগের ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তন হওয়া বিদ্যালয়ের মধ্যে পঞ্চগড় জেলার ১০টি, ঠাকুরগাঁও জেলার ২টি, নীলফামারী জেলার ১১টি, কুড়িগ্রাম জেলার ৫টি, গাইবান্ধা জেলার ৯টি ও রংপুর জেলার ৬টি। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩’-এর আলোকে প্রাথমিক বিদ্যালয়সমূহের শ্রুতিকটু ও নেতিবাচক নাম পরিবর্তন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের নামকরণের ক্ষেত্রে স্থানীয় ইতিহাস, সংস্কৃতি এবং শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন এমন বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাগণের নাম প্রাধান্য পেয়েছে।