সংবাদপত্রে প্রথমবার ছয় দিন ছুটি পেলেন সংবাদকর্মীরা

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রথমবারের মতো এবার টানা ছয় দিনের ছুটি পেলেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল টানা ছয় দিন ছুটি পেলেন তারা।

গতকাল সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় নতুন কার্যনির্বাহী কমিটি।

নোয়াবের নিয়ম অনুযায়ী, প্রতি বছর ২৯ রমজানের পরে ঈদ হলে সেদিন থেকে ঈদে তিন দিনের ছুটি পান সংবাদকর্মীরা। তবে রমজান ৩০ দিনের হলে ছুটি বেড়ে চার দিনে পরিণত হয়। সে হিসাবে সর্বোচ্চ ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ছুটি হওয়ার কথা।

কিন্তু এবার ঈদের ছুটির পর ১৩ এপ্রিল একদিন অফিস-আদালত খোলা। এর পরের দিন অর্থাৎ ১৪ এপ্রিল পয়লা বৈশাখ হওয়ায় সেদিন সরকারি বন্ধ। তাই ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়ায় টানা ছয় দিনের ছুটি পাচ্ছেন সংবাদপত্রের সবাই।