ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাঁশখালী সমিতির কমিটি গঠন

সভাপতি শাহজাহান সম্পাদক শাহেদ

সভাপতি শাহজাহান সম্পাদক শাহেদ

পর্যটন শহর কক্সবাজারে অবস্থানরত বাঁশখালীবাসীর পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির প্ল্যাটফর্ম বাঁশখালী সমিতির কমিটি ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। দীর্ঘ দুই বছর পর অবশেষে ৩১ বিশিষ্ট বাঁশখালী সমিতি কক্সবাজার’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসাইন।

কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ। শুক্রবার শহরের একটি অভিজাত হোটেলে সমিতির ইফতার মাহফিল শেষে কার্য নির্বাহী কমিটির ঘোষণা করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান এবং সাধারণ সম্পাদক হোটেল গোল্ডেন হিলের চেয়ারম্যান মো. শাহেদ আলী। সহ-সভাপতি (১) জসিম উদ্দিন চৌধুরী, (২) মো. আকতার জাবেদ, (৩) মো. শহিদুল আজম, যুগ্ম সম্পাদক (১) মো. হোসাইন (২) সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক দিদারুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী পলাশ, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. আহসান উল্লাহ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমন চৌধুরী, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশিকুল ইসলাম রানা, মহিলা সম্পাদিকা খালেদা খানম, মানব সম্পাদক ও উন্নয়ন সম্পাদক রায়হান ইবনে সুলতান, ধর্মবিষয়ক সম্পাদক রেজাউল হক চৌধুরী, যোগাযোগ সম্পাদক শাহেদ হোসাইন চৌধুরী। সদস্য যথাক্রমে আরিফুর রহমান, মিশফাক উদ্দিন চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, আবছার উদ্দিন, জহির উদ্দিন মো. বাবর, মো. গোলাম মোস্তফা, মো. বেলাল, আবদুর রহিম, মঈন উদ্দিন রানা ও হাফেজ মো. শাহনেওয়াজ। আলোচনায় নব-নির্বাচিত কমিটির প্রধান উপদেষ্টা অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ বলেছেন, সকল পেশায় কর্মরতদের নিয়ে নতুন কমিটি হয়েছে। এটি অবশ্যই আনন্দের। আমরা যারা সরকারি চাকুরী করি তারা নির্দিষ্ট একটি সময়ে অন্য কোনো জায়গায় পোস্টিং হয়ে যাবো। আপনারা যারা কক্সবাজারে স্থায়ী ভাবে বসবাস করছেন তাদেরকে কমিটির দায়িত্ব নিতে হবে। আমরা যে যেখানে থাকিনা কেন, সেখান থেকে সহযোগিতা করবো। আমার বিশ্বাস আপনাদের হাত ধরে এই সমিতি একদিন অনেকদূর এগিয়ে যাবে।

জসিম উদ্দিন চৌধুরী (অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক) বলেছেন, কক্সবাজারে অনেক বাঁশখালীর মানুষ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এছাড়া পর্যটন শহর কক্সবাজারে অনেক ব্যবসায়ী রয়েছে যারা স্ব স্ব অবস্থান থেকে প্রতিষ্ঠিত। কিন্তু, সবার সাথে পরিচয় ও সম্পর্ক তৈরিতে একটি সমিতি খুবই প্রয়োজন ছিল। অবশেষে আমরা করতে পেরেছি। এই কমিটি একদিন অনেক বড় হবে।

অনুভূতি ব্যক্ত করে নতুন কমিটির দায়িত্ব পাওয়া গণপূর্ত বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান বলেছেন, আমার ওপর আপনারা যে আস্থা রেখেছেন, আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা ও নতুন কমিটি এগিয়ে যাওয়ার পেছনে যা যা করার তা-ই করব। নতুন কমিটির সাধারণ সম্পাদক শাহেদ আলী বলেছেন, দীর্ঘ দুই যুগ ধরে কক্সবাজারে আছি এবং ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। বাঁশখালীর সন্তানরা সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে ভালো অবস্থানে তা জানার সুযোগ হয়তো হয়নি। সমিতির নতুন কমিটির মাধ্যমে তা জানতে পারলাম। আমার ওপর আপনাদের দেওয়া অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবো এবং সমিতির সকল কাজে নিজেকে নিয়োজিত রাখব। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। কমিটির আলোচনা শেষে ঈদ পুনর্মিলনী ও মেজবান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত