সিরাজগঞ্জে বিপুল মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৩ কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২-এর সদস্যরা। তারা হলো, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব নদাবাস গ্রামের মানিক চন্দ্র দাসের ছেলে মাধব চন্দ্র দাস (২০), কালীগঞ্জ উপজেলার মৌজা শাখাদি পূর্বপাড়া গ্রামের শাহ আলমের ছেলে মো: হাসিনুর রহমান (২৩) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আমডাঙ্গা অলিপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মুনসুর আলম (৩৯)। র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো: উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর অধিনায়ক মো: মারুফ হোসেনের দিকনির্দেশনায় শনিবার গভীর রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার এলাকার অভিযান চালিয়ে মাধব চন্দ্র দাস ও হাসিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এদিকে একই সময় উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মুনসুর আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯২ পিস ইয়াবা উদ্ধারসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ কারবারের সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।