ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অংশগ্রহণে বিদেশি চিকিৎসক

সিরাজগঞ্জে বিকলাঙ্গদের বিনামূল্যে চিকিৎসা

সিরাজগঞ্জে বিকলাঙ্গদের বিনামূল্যে চিকিৎসা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার খোকন মেমোরিয়াল হসপিটালে আগুনে বা এসিডে পোড়া, আঘাতের কারণে ও জন্মগত বিকৃত বা বিকলাঙ্গদের বিনা মূল্যে চিকিৎসা ও অপারেশন শুরু হয়েছে।

গতকাল সোমবার থেকে শুরু হওয়া এই চিকিৎসা কার্যক্রম আজ পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার সার্বিক তত্ত্বাবধানে এই চিকিৎসা ও অপারেশন কার্যক্রমের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে হাঙ্গেরির বিখ্যাত একজন প্লাস্টিক সার্জনের নেতৃত্বে ১৪ জন বিদেশি চিকিৎসকের সমন্বেয়ে একটি টিম এ অপারেশন কার্যক্রমে অংশ নিয়েছেন। বিকালঙ্গ রোগী ও তার অবিভাবকরা জানান, কোনো দিনই আশা করিনি জন্মগতভাবে বিকালঙ্গদের বিনা পয়সায় চিকিৎসার সুযোগ হবে। বিদেশি চিকিৎকের দ্বারা চিকিৎসা ব্যবস্থা করায় ডা. হাবিবে মিল্লাত মুন্নাসহ আয়োজকদের ধন্যবাদ জানাই। ওই হাসপাতালের ডিরেক্টর সালাউদ্দিনসহ অনেকেই সাংবাদিকদের জানান, কামারখন্দের খোকন মেমোরিয়াল হসপিটাল, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ, উইমেনস চেম্বার অব কমার্স, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্ব¡াবধায়নে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ১১১ জন রোগীর নাম তালিকাভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত