সিরাজগঞ্জের তিন উপজেলায় নির্বাচন
চেয়ারম্যান প্রার্থী ১৩ ভাইস চেয়ারম্যান ২০
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেকে জানান, গত সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর, জেলা যুবলীগ নেতা রাশেদ ইউসুফ জুয়েল, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম সজল, এসএম আহসান হাবীব ও জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম। কাজিপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও আশরাফুল আলম। বেলকুচি উপজেলায় যুবলীগ নেতা মীর সেরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সরকার, বদিউজ্জামান ফকির ও মাসুদ রানা ফকির। এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে চার, মহিলা ভাইস চেয়ারম্যান তিন, কাজিপুরে ভাইস চেয়ারম্যান তিন, মহিলা ভাইস চেয়ারম্যান পাঁচ এবং বেলকুচিতে ভাইস চেয়ারম্যান তিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অনেক প্রার্থীর ব্যানার বেস্টুনি লাগানো হয়েছে এবং ভোটারদের দোয়া নিচ্ছেন অনেক প্রার্থী। এদিকে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৮ মে এ তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।