ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের তিন উপজেলায় নির্বাচন

চেয়ারম্যান প্রার্থী ১৩ ভাইস চেয়ারম্যান ২০

চেয়ারম্যান প্রার্থী ১৩ ভাইস চেয়ারম্যান ২০

সিরাজগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেকে জানান, গত সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর, জেলা যুবলীগ নেতা রাশেদ ইউসুফ জুয়েল, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম সজল, এসএম আহসান হাবীব ও জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম। কাজিপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও আশরাফুল আলম। বেলকুচি উপজেলায় যুবলীগ নেতা মীর সেরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সরকার, বদিউজ্জামান ফকির ও মাসুদ রানা ফকির। এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে চার, মহিলা ভাইস চেয়ারম্যান তিন, কাজিপুরে ভাইস চেয়ারম্যান তিন, মহিলা ভাইস চেয়ারম্যান পাঁচ এবং বেলকুচিতে ভাইস চেয়ারম্যান তিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অনেক প্রার্থীর ব্যানার বেস্টুনি লাগানো হয়েছে এবং ভোটারদের দোয়া নিচ্ছেন অনেক প্রার্থী। এদিকে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৮ মে এ তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত