রংপুরে শুরু হলো পাঁচ দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে শুরু হলো পাঁচ দিন ব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী। গতকাল বুধবার সকালে রংপুর টাউন হল চত্বরে আয়োজিত ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার এস.এম গোর্কি, গণউন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম মোহাম্মদ জান্নাতুন নুর, রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন, পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুন্নুন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রংপুর জেলা ও বিভাগীয় ডেইরী ফার্মাস এসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৫তম জন্মদিন উপলক্ষ্যে ফটোসাংবাদিক, ডকুমেন্টারি ও চলচ্চিত্র নির্মাতা ফিরোজ চৌধুরীর নারী ও শিশুর উপর ভিত্তি করে ১৩তম একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যা ১৭ এপ্রিল হতে ২১ এপ্রিল-২০২৪ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি ফিটা কেটে উদ্বোধন হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও আলোকচিত্র পরিদর্শন শেষে সমাপ্তি হয়। এ সময় ফিরোজ চৌধুরীর পরিবার-পরিজন, সাংবাদিক, দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।