সোনাডাঙ্গা বিলের জমি নিয়ে বিরোধ
সিরাজগঞ্জের ভূমিহীনদের কাঁচা ধান কেটে নিয়েছে জোতদাররা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাডাঙ্গা বিলের ভূমিহীন কৃষকদের রোপণ করা কাঁচা ইরি বোরো ধান কেটে নিয়ে গেছে জোতদাররা। ধান কাটতে বাঁধা দেয়ায় তিন ভূমিহীন কৃষক হামলার শিকার হয়েছেন। এ ঘটনা নিয়ে উভয়গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই বিলে ভূমিহীনদের ২৮.৩৪ একর সরকারি খাস জমি রয়েছে। স্থানীয় ভূমিহীন কৃষক এ জমিতে ২০০৮ সাল থেকে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু সরকারি এ খাস জমি স্থানীয় জোতদার গং নিজেদের দাবী করে আসছিলেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আদালতে মামলাও রয়েছে। এ বছর সরকারি এ খাস জমিতে ইরি বোরো ধানের আবাদ করে ভূমিহীন কৃষকরা। এরই মধ্যে ভূমিহীনদের রোপণ করা ধানে শীষ এসেছে। এ অবস্থায় গত ১৪ এপ্রিল জোতদার ইসরাইলের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে ভূমিহীনদের রোপন করা কাঁচা বোরো ধান কাটতে শুরু করে। ভূমিহীনরা এ ধান কাটতে বাধা দিলে তাদের ওপর হামলা করে জোতদাররা। এ ব্যাপারে ভূমিহীনরা জোতদারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেছেন। রায়গঞ্জ থানার ওসি হারুন অর রশিদ আলোকিত বাংলাদেশকে বলেন, এ বিষয়ে ভূমিহীনদের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। এ জমি নিয়ে উভয় গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। তবে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।