পৌনে ১ ঘণ্টা পর নিভল বনশ্রীর আগুন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে লাগা আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে ভবনটির আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বনশ্রী সি ব্লকে লাগা আবাসিক ভবনের আগুন দুপুর ১টা ১৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। ঘটনাস্থলে থাকা ফায়ারের টিমের সঙ্গে কথা বলে জানা গেছে- এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত নেই। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে দুপুর সাড়ে ১২টায় ভবনটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ হয়।