দক্ষিণ এশিয়ার একমাত্র বৃহৎ মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল এ দণ্ড প্রদান করেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের মতি ভাণ্ডার (হযরত মতিউর রহমান শাহ) পাশে হালদা নদী থেকে গতকাল সকালে নৌকা করে বালু উত্তোলনের দায়ে চারজনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, শহীদ হালদার পুত্র আব্দুল জব্বার, জয়নাল আবেদীনের পুত্র মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ আমির হোসেনের পুত্র মোহাম্মদ খোকন, কারি আবু জাফরের পুত্র আব্দুল মতিন। অভিযান চলাকালে থানা পুলিশ, স্থানীয় কাউন্সিলর ও জনতা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।