শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সাংস্কৃতিক সংগঠন সম্মেলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ ব্যক্তি পর্যায়ে সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে গতকাল শনিবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য শিব নারায়ণ দাসের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। প্রথমেই মরদেহে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই বীরমুক্তিযোদ্ধার প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও উপ-দফতর সম্পাদক সায়েম খান। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ সব মুক্তিযুদ্ধের আন্দোলন সংগ্রামে ভূমিকায় ছিলেন। তার অবদান ভুলে যাওয়ার মতো নয়। তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাময়ী একজন মানুষ ছিলেন।’ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতারের নেতৃত্বে এবং বিভক্ত হওয়া জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়ার নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে শ্রদ্ধা জানান বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান ও সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে বাসদ। এ সময় আরো শ্রদ্ধা জানায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ গণআজাদী লীগ, বাংলাদেশ যুব ইউনিয়ন, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, ইন্টারন্যাশনাল মেনস-রাইট ফাউন্ডেশন, জাতীয় সমাজতান্ত্রিক দল ( জেএসডি) ও অধ্যাপক মাহফুজা খানমের নেতৃত্বে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র।