পাবনায় অস্বাস্থ্যকর ও অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার দুুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে কনজুমারস অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্যাব পাবনার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ পাবনার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, মাছরাঙা টিভির বিশেষ প্রতিনিধি উৎপল মীর্জা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ হাবিবুর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক জিএম নাছির উদ্দিন, শহীদ এম মনছুর আলী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. আল আমিন, সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম, শিক্ষক হেলেনা খাতুন, ক্যাব পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, কার্যকরী সদস্য মাহবুবা কাজল, রানা গ্রুপের জেনারেল ম্যানেজার মোনায়েম খান, সাংবাদিক খালেদ আহমেদ, বিং হিউম্যান বাংলাদেশ সভাপতি শোআইব আহমেদ, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে শহরের বিভিন্ন দোকানে এবং জনসাধারণের মাঝে অস্বাস্থ্যকর ও অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।