কুমিল্লায় হত্যা মামলা

আ.লীগ নেতাসহ ১৪ জনের যাবজ্জীবন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ছাত্রদল নেতা পারভেজ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এক আওয়ামী লীগ নেতাসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। গতকাল দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাসরিন জাহান এ আদেশ দেন।

নিহত পারভেজ হোসেন রিপন জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের কমলাপুর গ্রামের মবিন মিয়ার ছেলে। তিনি আদর্শ সদর উপজেলা ছাত্রদলের কার্যকরী কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।

দণ্ডপ্রাপ্তরা হলেন কালীর বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেকান্দর আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. শাহীন, মো. সাদ্দাম হোসেন, আবদুল কাদের, মো. ইব্রাহীম খলিল, জয়নাল আবেদীন, মফিজ ওরফে মফিজ ভান্ডারি, মো. কাউছার, মো. রিয়াজ, মো. বিল্লাল, আনোয়ার হোসেন ও মেহেদী হাসান ওরফে রুবেল। আসামিরা একই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।