ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাবিতে ডিন নির্বাচন নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান

ভোটার তালিকা প্রকাশ
জাবিতে ডিন নির্বাচন নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডিন নির্বাচন-সংক্রান্ত অ্যাক্ট অনুযায়ী ২ বছর পর পর ডিন নির্বাচনের কথা থাকলেও সর্বশেষ ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৬ সালের ১০ মে। দীর্ঘ ৮ বছর পর ফের জাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিন নির্বাচন। আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ৫৬৩।

গতকাল সন্ধ্যায় দৈনিক আলোকিত বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান।

এছাড়া গতকাল প্রকাশিত নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ২৬(৫) ধারা এবং নির্বাচন-সংক্রান্ত সংবিধি, অধ্যাদেশ ও বিধিসমূহের সংশ্লিষ্ট ধারা/উপধারা অনুযায়ী ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এতে আরো জানানো হয়, আগামীকাল দুপুর ২টা পর্যন্ত সাময়িক ভোটার তালিকার বিষয়ে আপত্তি দাখিল করা যাবে এবং ২৫ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৯ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে অনুমোদিত ফরমে মনোনয়নপত্র দাখিল করা যাবে। এরপর মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ এপ্রিল, বৈধ প্রার্থীগণের তালিকা প্রকাশ করা হবে ২ মে এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৬ মে দুপুর ২টা পর্যন্ত। এছাড়া ৭ মে প্রার্থীগণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ১৫ মে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।’

প্রতিটি অনুষদের ফ্যাকাল্টি মেম্বাররা স্ব স্ব অনুষদের ডিন নির্বাচনে ভোট দিতে পারবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিকী, গাণিতিক ও পদার্থবিষয়ক, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদসহ মোট ছয়টি অনুষদ রয়েছে। এ অনুষদগুলোর মধ্যে নির্বাচিত ডিন হিসেবে কলা ও মানবিকী অনুষদে অধ্যাপক মোজাম্মেল হক দায়িত্ব পালন করলেও ২০১৮ সালের মাঝামাঝিতে মেয়াদ শেষ হয়েছে তার। অবশিষ্ট পাঁচটি অনুষদে রয়েছে ভারপ্রাপ্ত ডিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত