ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাসব্যাপী বৈশাখি মেলা উদ্বোধন

সিরাজগঞ্জে মাসব্যাপী বৈশাখি মেলা উদ্বোধন

সিরাজগঞ্জে লোকজ সাংস্কৃতিক উৎসব ও মাসব্যাপী বৈশাখি মেলা উদ্বোধন করা হয়েছে। নাট্য নিকেতনের আয়োজনে ও মনিপুরী তাঁতী শিল্প জামদানি ও বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় গত রোববার বিকালে বিজয় সৌধ বাজার স্টেশনে এ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু। এতে নাট্য নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ গৌরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় এমপি ড. জান্নাত আরা হেনরী। তিনি বলেন, আমরা বাঙালি আমাদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আমাদের সংস্কৃতি যার একটি বড় সমৃদ্ধিও আছে। আমাদের ভাষা হচ্ছে জীবন্ত একটি ভাষা ও গতিশীল। আমরা ফার্সি, আরবি, পর্তুগিজ, জাপানি, চীনা অনেক ভাষা থেকে শব্দ নিয়েছি। বর্তমান প্রযুক্তির যুগে নতুন নতুন শব্দ বাংলা ভাষার শব্দভান্ডারে যুক্ত হচ্ছে। মাসব্যাপী এ লোকজ সাংস্কৃতিক উৎসব সফলতা কামনা করছি। এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চ্যানেল আই’র সিনিয়র স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, নাট্য নিকেতনের উপদেষ্টা সাংবাদিক হীরক গুণ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জিহাদ আল ইসলাম প্রমুখ। এছাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকর্মী, নাট্য নিকেতনের নেতা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত