সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ছয় চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান তাদেরকে মোট ১ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই উপজেলার বিভিন্ন স্থানে অ কাগজপত্রবিহীন শতাধিক মোটরসাইকেল চলাচল করে। এসব মোটরসাইকেল চালকদের বয়স ১৮ বছরের চেয়ে কম। এ অভিযোগে গতকাল দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়। তাদের গ্রামের বাড়ি একই এলাকার বিভিন্ন স্থানে। এছাড়া তাদের মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান, প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা ও অধিক আরোহী বহন না করার ব্যাপারে সতর্ক করা হয়। এ সময় পেশকার মনিরুল ইসলামসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।