সিরাজগঞ্জে বিরোধপূর্ণ জমিতে কৃষকের ধান কাটার অভিযোগ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাঁসিল রঘুনাথপুর গ্রামে কৃষকের কাঁচা ধান রাতে প্রতিপক্ষ কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই গ্রামের হায়দার আলী ও একই এলাকার দাথিয়া বেনী মাধব গ্রামের আনিছার রহমানের মধ্যে ৪৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন। এ বিরোধপূর্ণ জমিতে আনিছার ইরি বোরো ধান রোপণ করে। সোমবার রাতে হায়দার আলী তার দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে কাঁচা ধান কাটতে থাকে। এ খবর জানতে পেরে প্রতিপক্ষ ঘটনাস্থলে গিয়ে ৯৯৯ এ ফোন দেয়। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার মুহূর্তেই তারা ধান নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে হায়দার আলী সাংবাদিকদের জানান, আমাদের রোপা ধান আমরাই কেটেছি। এ নিয়ে অন্যদের উত্তেজনার কারণ নেই। রায়গঞ্জ থানার ওসি হারুন অর রশিদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।