তীব্র তাপপ্রবাহ

কক্সবাজারে ছাত্রলীগের ৫ লাখ গাছ লাগানোর উদ্যোগ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহে জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। কঠিন হয়ে পড়েছে জীবিকা নির্বাহ করা। কঠিন এই পরিস্থিতিতে কক্সবাজার থেকে সবুজায়ন সৃষ্টির লক্ষ্যে ‘কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা ছাত্রলীগের আওতাধীন স্ব স্ব ইউনিটকে নির্দেশ দেয়া হয়েছে। তার আলোকে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত দেয়া নির্দেশনায় পাঁচটি শর্ত দেয়া হয়েছে। এর মধ্যে চলতি এপ্রিল মাসের ২১ থেকে ৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করতে বলা হয়েছে। কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়ম মাফিক বৃক্ষরোপণ করতে বলা হয়েছে।