কক্সবাজারের রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ। গতকাল উপজেলা পরিষদের বাঁকখালী কনফারেন্স হলরুমে আয়োজিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আই ডাবলিউ আর প্রকল্পের বাৎসরিক অগ্রগতি অবহিতকরণ ও শিখন সভায় এ তথ্য জানানো হয়। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আফসানা জেসমিন পপি। সভায় জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আওতায় আই ডাবলিউ আর প্রকল্প ২০২৩ সালের ৩১ মার্চ কার্যক্রম শুরু করে। প্রকল্পের আওতায় গত ১ বছরে চারটি ইউনিয়নের ৩০টি গ্রামে মোট ৪৮টি পানির উৎস (ডিপ টিউবয়েল ২১টি শ্যালো টিউবয়েল ২০টি ও ডিপ টিউবয়েল উইথ সাব মার্সেবল পাম্প ৬টি) স্থাপন করা হয়। যেখানে সরাসরি ৮৪৭টি পরিবারের ৪০৫১ জন নিরাপদ পানির সুবিধা পাচ্ছে। এছাড়া ১৬টি কমিউনিটি টয়লেট স্থাপনের মাধ্যমে ১৪৮টি পরিবারের ৭১৬ জন লোক উন্নত স্যানিটেশনের সুবিধা পাচ্ছেন।