ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাবিপ্রবিতে শনিবার থেকে শুরু হচ্ছে ভর্তি যুদ্ধ

প্রতি আসনে লড়বে আটজন
হাবিপ্রবিতে শনিবার থেকে শুরু হচ্ছে ভর্তি যুদ্ধ

আগামী শনিবার থেকে ২৪ গুচ্ছ বিশ্ববিদ্যালয় এর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শুরু হওয়া প্রথমবর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় ১ হাজার ৫২৫টি আসনের বিপরীতে ১২ হাজার ৩৪১জন অংশগ্রহণ করবেন।

হাবিপ্রবির রেজিস্ট্রাট দপ্তরের এক সূত্রে জানা যায় যে. আগামী শনিবার থেকে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে শুরু হওয়া প্রথমবর্ষ শ্রেণীর ভর্তি পরীক্ষার হাবিপ্রবি কেন্দ্রে তিনটি ইউনিটের ১ হাজার ৫২৫টি আসনের বিপরীতে ১২ হাজার ৩৪১জন পরীক্ষাথী ভর্তি যুদ্ধে শরিক হবেন। একটি আসনের জন্য আটজন লড়বেন। জানা যায় যে, এ ইউনিট এ ছয় হাজার ৬১৬ জন, বি ইউনিটে ৪ হাজার ৭৩৯ জন এবং সি ইউনিটে ৯৮৬ জন ভর্তিযুদ্ধে সামিল হবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত