ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিআরটিএ’র যৌথ অভিযান

সিরাজগঞ্জে ফিটনেসবিহীন গাড়ি আটক ও জরিমানা

সিরাজগঞ্জে ফিটনেসবিহীন গাড়ি আটক ও জরিমানা

সিরাজগঞ্জে জেলা প্রশাসন, বিআরটিএ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান চালিয়ে শতাধিক ফিটনেসবিহীন গাড়ি আটক ও জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের নলকা, কড্ডা, বাজার স্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে গতকাল বুধবার প্রায় দিনভর জেলা প্রশাসন, বিআরটিএ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেসবিহীন বাস, ট্রাক, সিএনজি চালিত অটো টেম্পো বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয় এবং চালকদের জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাফর উল্লাহ্ আলোকিত বাংলাদেশকে বলেন, সিরাজগঞ্জ শহর, কড্ডা মোড়, বেলকুচি চালা, নলকা, চান্দাইকোনাসহ বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের বিশেষ টিম কাজ করছে। জেলায় ফিটনেসবিহীন থ্রি হুইলার, বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন রয়েছে সেগুলোও আটক করে মামলা দেয়া হচ্ছে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তা থেকে নির্মুল না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিরাজগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আলতাফ হোসেন বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসন ও বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মহাসড়কে অতিরিক্ত গতির যানবাহন ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে চারটি মামলার বিপরীতে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি। জেলা প্রশাসন ও বিআরটিএ সার্বক্ষণিক এ ব্যাপারে তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত